নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়া সিটি পুলিশের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ব্যবস্থা শুরু হয়েছে। বর্তমান সময় পুলিশকে সামাজিক বিভিন্ন কর্মসূচীর সাথে যুক্ত থাকতে দেখা যায়। তেমনি হাওড়া সিটি পুলিশ জেলায় শান্তি বজায় রাখতে সন্ত্রাস দমন থেকে মানুষের জীবন বাঁচাতে রক্তদান শিবির থেকে শুরু করে মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন কর্মসূচীর উদ্যোগ নিয়েছে।
বর্তমান ডিজিটাল যুগে মানুষ স্মার্ট ফোন বা কম্পিউটার প্রশিক্ষণ ছাড়া একেবারেই অচল। তাই অধিকাংশ বিদ্যালয়ে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। কিন্তু এমন বহু ছাত্র-ছাত্রী রয়েছে যাদের পরিবারের তরফ থেকে বাড়িতে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয় না। ফলে সেই সকল ছাত্র-ছাত্রীদের কথা ভেবে এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এখানে একসাথে ত্রিশ জনের জন্য কম্পিউটার প্রশিক্ষণ শুরু করা হয়েছে। পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা প্রশিক্ষণ নিচ্ছে। প্রথমে তিন মাসের বেসিক কোর্স সেখান হলেও আগামী দিনে আরও কোর্স প্রশিক্ষণ দেওয়া হবে। আপাতত সপ্তাহে দু’ দিন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পুলিশের এই উদ্যোগে খুব খুশী জেলাবাসী।
Sponsored Ads
Display Your Ads Here