নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ আজ জলপাইগুড়ি মেডিকেল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবে বিনা চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ ওঠে। মৃতের নাম সুস্মিতা রায়। জানা গিয়েছে, গতকাল এখানে জলপাইগুড়ির রাজগঞ্জের কুকুর যান অঞ্চলের ক্রান্তি পাড়ার বাসিন্দা গোপীনাথ রায় বর্মন স্ত্রী সুস্মিতাকে ভর্তি করে। কিন্তু রাতেরবেলা ১০ টা নাগাদ হাসপাতালের তরফে জানানো হয়, তার মৃত্যু হয়েছে।
পরিবারের সদস্যরা চিকিৎসার অভাবেই এই মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছেন। পাশাপাশি, পুলিশ ও মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করে তদন্তের দাবী করেছেন। ফলে পুলিশ এবং মেডিকেল কলেজ কর্তৃপক্ষ অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। আর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
MSVP কল্যান খাঁ এই প্রসঙ্গে জানান, “প্রাথমিক তদন্তে অনুমান ওই প্রসূতি বিরল রোগ পালমোনারি এমবোলিজমের শিকার হয়েছিলেন। দশ মিনিটের মতো চিকিৎসকরা সময় পেয়েছিলেন। যথাসাধ্য চেষ্টাও চালিয়ে ছিলেন। তবে সেই প্রচেষ্টা সফল হয়নি। এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ আরো পরিষ্কার ভাবে জানা যাবে।”
Sponsored Ads
Display Your Ads Here