নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর ট্রেন ছাড়ায় তুমুল যাত্রী বিক্ষোভ হাওড়া স্টেশনে। নিউ কমপ্লেক্সে অনুসন্ধান অফিসের সামনে উত্তেজনা ছড়ায় বৃহস্পতিবার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছন আরপিএফ ও জিআরপি আধিকারিকরা।
এদিন আপ পুণে দুরন্ত এক্সপ্রেস এবং হাওড়া সাইনগর সিরিডি এক্সপ্রেস নির্দিষ্ট সময়ের পরও না ছাড়ায় ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। অভিযোগ, বিকাল ৪টে ১০ নাগাদ ট্রেন ছাড়ার কথা ছিল। এরইমধ্যে ট্রেন ‘রিশিডিউল’ করা হয়। ট্রেনের সময়সূচি পরিবর্তন করে সন্ধ্যা সাড়ে ৬টা করা হয়। অম্বরীশ বন্দ্যোপাধ্যায় নামে এক যাত্রী বলেন, রাত ৮টা বেজে গেলেও ট্রেন কখন ছাড়বে তার সদুত্তর কর্তৃপক্ষ দিতে পারেনি। অন্যদিকে সাইনগর সিরিডি এক্সপ্রেসও সময়ে ছাড়েনি।
Sponsored Ads
Display Your Ads Here
অমিতাভ পাণ্ডে নামে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের দায়িত্বে থাকা দক্ষিণ পূর্ব রেলের এক আধিকারিক বলেন, ট্রেন দেরিতে ছাড়া নিয়ে যাত্রী অসন্তোষ শুরু হয়। অভিযোগ, স্টেশন সুপারের অফিসে ঢুকে যাত্রীরা গালিগালাজ করতে থাকেন। এমনকী ওই ঘরে টেবিলের উপরে থাকা কাগজপত্রও ফেলে দেওয়া হয়। অভিযোগ, যাত্রীরা কোনও কথাই শুনতে চাননি। জিআরপি ও আরপিএফকে খবর দেওয়া হয়। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, ডাউন ট্রেন দেরিতে আসার কারণে আপের ট্রেন ছাড়তে দেরি হয়।
Sponsored Ads
Display Your Ads Here