নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ সকাল ৭টা ৫ মিনিট নাগাদ পূর্ব রেলের হাওড়া ডিভিশনে লিলুয়া স্টেশনের কাছে একটি হাওড়াগামী লোকাল ট্রেন লাইনচ্যুত হয়েছে। ফলে হাওড়া-বর্ধমান মেন শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। আপাতত আপ লাইন ধরে ধীর গতিতে ট্রেন এগোলেও বেশ কিছু সময় ধরেই ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। অফিসের ব্যস্ত সময়ে এই ঘটনার জেরে যাত্রীরা দুর্ভোগের শিকার হয়েছেন।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, এদিন ট্রেনটি শেওড়াফুলি স্টেশন থেকে যাচ্ছিল। লিলুয়া স্টেশনের কাছে ডাউন মেন লাইন থেকে রিভার্স লাইনে ওঠার কথা ছিল। কিন্তু আচমকা ট্রেনটি লাইনচ্যুত হয়ে যাওয়ায় ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আর বিভিন্ন স্টেশনে ব্যান্ডেল, বর্ধমান লোকাল পর পর দাঁড়িয়ে পড়ে। তবে আধ ঘণ্টা পর ডাউন লাইনে এক এক করে ট্রেন ছাড়তে শুরু করে। হাওড়া থেকে ছাড়া ট্রেনগুলিকে হাওড়া-বর্ধমান আপ কর্ড লাইন দিয়ে বেলুড় স্টেশন অবধি নিয়ে আসা হচ্ছে। এরপর ট্রেনগুলিকে হাওড়া-বর্ধমান আপ লাইনে তোলা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
ডাউন লাইনে ট্রেন চললেও শ্রীরামপুর, উত্তরপাড়ার মতো স্টেশনে হাওড়ামুখী একাধিক ট্রেন থমকে থাকায় ট্রেনগুলি ধীর গতিতে চলছে। রেলের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই একটি ‘অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন’ ঘটনাস্থলে গিয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) কৌশিক মিত্র এই প্রসঙ্গে জানান, “লোকাল ট্রেনটি লাইনচ্যুত হলো কি কারণে, সবিস্তারে তা তদন্ত করে দেখা হবে। যাত্রী ও রেলকর্মীদের সুরক্ষা সর্বদাই অগ্রাধিকার পেয়ে এসেছে। এর জন্য আমাদের যা যা প্রয়োজনীয়, আমরা তা করব।”
Sponsored Ads
Display Your Ads Here