অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ঘূর্ণিঝড় আমফানের ভয়াবহ দাপট সমগ্র বাংলায় মারাত্মক প্রভাব ফেলেছিল। যেই ছাপ এখনো পর্যন্ত মানুষের মন থেকে মুছতে পারেনি। কিন্তু এরই মাঝে পুনরায় বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরী হচ্ছে। যার নাম ‘টাউকুটে’।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, এই ঘূর্ণিঝড় প্রবল শক্তিশালী আকার ধারণ করবে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৯ শে মার্চ নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আর তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
আবহাওয়াবিদদের প্রাথমিক অনুমান ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় প্রায় দেড়শো কিলোমিটার বেগে হতে পারে। এছাড়া এই ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হলে ৩ রা থেকে ৪ঠা এপ্রিল নাগাদ বাংলা অথবা ওড়িশা কিংবা মায়ানমার উপকূলে আছড়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।