দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার জন্য সেনাবাহিনীর ভূমিকা অপরিহার্য। সেনাবাহিনী দেশের জন্য একটি শক্তিশালী প্রতীক। আর আমাদের নতুন প্রজন্মই পারে দেশের এই সুরক্ষা এবং সার্বভৌমত্ব বজায় রাখতে। এবার তাই Combined Sports Academy ছেলে-মেয়ে উভয়ের জন্য সেনাবাহিনী ও পুলিশের প্রশিক্ষণ নিয়ে এসেছে। সেই সঙ্গে অগ্নিবীরের প্রশিক্ষণও দেওয়া হয়ে থাকে।
এখানে বিভিন্ন জেলা থেকে Students রা আসেন। আর তাই তাদের জন্য থাকা-খাওয়া সহ সমস্ত রকম সুবন্দোবস্ত রয়েছে। পাশাপাশি এখানে অভিজ্ঞ Teachers এর দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। আর এই প্রতিষ্ঠান Theory এর পাশাপাশি Physical training এর উপর সম্পূর্ণ গুরুত্ব দিচ্ছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code