ব্যুরো নিউজঃ মেক্সিকোঃ মেক্সিকোর কোয়েরেতারো প্রদেশে এক জন কিশোর বিদ্যালয়ে স্থানীয় ভাষায় কথা বলার অপরাধে গায়ে আগুন ধরিয়ে দিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের দুই সহপাঠীর বিরুদ্ধে।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, ১৪ বছর বয়সী হুয়ান জ্যামোরানো ওটোমি জাতি হওয়ার কারণে বিদ্যালয়ে জাতি-বিদ্বেষের শিকার হতে হয়। প্রায়ই সহপাঠীরা জাত তুলে নানা রকম ভাবে উত্ত্যক্ত করত। উপহাসও করত। এমনকি শিক্ষিকাও জাত তুলে নানা ভাবে হেনস্থা করতেন।
Sponsored Ads
Display Your Ads Here
ঘটনার দিন অভিযুক্ত দুই ছাত্র জ্যামোরানোর বসার আসনে অ্যালকোহল ঢেলে দেয়। এরপর সে সেই আসনে বসলে ট্রাউজার্স অ্যালকোহলে ভিজে যায়। তারপর দুই সহপাঠীর মধ্যে এক জন জ্যামোরানোর গায়ে আগুন ধরিয়ে দেয়। এরপরেই জ্যামোরানোকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Here
তবে হাসপাতালে নিয়ে যেতে যেতেই জ্যামোরানোর শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল। যদিও সে কয়েক সপ্তাহ মৃত্যুর সাথে লড়াই করার পর বাড়ি ফিরে এসেছে। এই ঘটনায় জ্যামোরানোর পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here