Indian Prime Time
True News only ....

জেসিবির ধাক্কায় মৃত্যু হলো নবম শ্রেণীর ছাত্রের

- Sponsored -

- Sponsored -

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সকালে বাঁশদ্রোণীতে অর্থাৎ কলকাতা পুরসভার ১১৩ নম্বর ওয়ার্ডে টিউশন পড়তে যাওয়ার পথে জেসিবির ধাক্কায় ১ জন স্কুল ছাত্রের মৃত্যু হলো। মৃত নবম শ্রেণীর এক জন ছাত্র। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অতি সম্প্রতি ওই এলাকায় রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। আর তাই জেসিবি রাস্তা নির্মাণের কাজের জন্য রাখা ছিল। এদিন ওই ছাত্র কোচিং সেন্টার যাওয়ার সময় আচমকা মাটি কাটা চলাকালীন তাকে জেসিবিটি ধাক্কা মারতেই গাড়িতে পিষ্ট হয়ে যায়। এরপর রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আর এই মৃত্যুর ঘটনা জানাজানি হতেই এলাকাবাসীরা পথ আটকে বিক্ষোভ দেখান।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

এলাকাবাসীদের অভিযোগ, “স্থানীয় প্রশাসনের উদাসীনতার কারণেই এই দুর্ঘটনা ঘটলো। দীর্ঘ দিন থেকে রাস্তার বেহাল অবস্থা। রাস্তা দিয়ে চলাচল করাই বিপজ্জনক হয়ে উঠেছে।” পাশাপাশি স্থানীয় তৃণমূল কাউন্সিলর অনিতা কর মজুমদারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজনা তুঙ্গে ওঠে। এলাকাবাসীদের দাবী, “যতক্ষণ না তৃণমূল কাউন্সিলর আসবেন, ততক্ষণ বিক্ষোভ দেখাবেন।” পাশাপাশি পুলিশের সামনেই জেসিবিতে ভাঙচুর চালান।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored