নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ে একাদশ শ্রেণীর পরীক্ষা চলছে। আর গতকাল এই একাদশ শ্রেণীর পরীক্ষা শেষ হওয়ার পর জপাইগুড়ির ধূপগুড়িতে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেল। এদিন গরুবাথানের যুদ্ধবীর উচ্চ বিদ্যালয়ের ১৭ বছর বয়সী বিশাল তামাং বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিল। তখনই বন্ধুদের চোখের সামনে ভয়াবহ ঘটনা ঘটে গেল। কিছু করার আগেই সব শেষ। সহপাঠীরা কান্নায় ভেঙে পড়লো। পাশাপাশি বিশালের পরিবারেও শোকের ছায়া নেমে আসে।


- Sponsored -
বন্ধুদের সূত্রে জানা গেছে, এদিন বিশাল একটি ম্যাজিক গাড়ির হুডে (ছাদে) বসে বাড়ি ফিরছিল। যা রীতিমতো বিপজ্জনক। এরপর গাড়ি পান্ডারা মোড় এলাকায় ঢুকতেই আচমকা গাড়ির হুড থেকে নীচে পড়ে যায়। এরপর দ্রুত গুরুতর আহত অবস্থায় মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বিশাল নাগরকাটার খাস বস্তির বাসিন্দা ছিল। এদিকে এই দুর্ঘটনার পর থেকে পুলিশ প্রশাসনের নজরদারী প্রসঙ্গে নানা প্রশ্ন উঠছে যে, পুলিশের নজরদারী সত্ত্বেও এক জন ছাত্র গাড়ির হুডে করে যাতায়াত করছে কিভাবে?