নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার সামসিতে জমি নিয়ে অশান্তির জেরে কাকু ও তার দুই কাকাতো ভাইয়ের হাতে ১ জন সিভিক ভলান্টিয়ার খুন হলো। লাঠি ও শাবল দিয়ে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। মৃতের নাম রুহুল আমিন। বয়স ৩৩ বছর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র উত্তেজনা শুরু হয়।
পরিবার সূত্রে জানা গেছে , রুহুলদের সামসি গ্রামীণ হাসপাতালের পেছনে পারিবারিক একটি জমি রয়েছে। যা নিয়ে কাকা আব্দুল রহমানের সাথে তাদের বিবাদ চলছিল। এদিন ওই জমিতে আব্দুল রহমানরা বাড়ির কাজ শুরু করতে যায়। কিন্তু জায়গার মাপ নিয়ে সমস্যা তৈরী হয়। কাকার বিরুদ্ধে অতিরিক্ত জমি নেওয়ার অভিযোগ ওঠে। তাই রুহুল ও রুহুলের পরিবারের সদস্যরা এর প্রতিবাদ করেন। এর জেরেই ঝামেলা শুরু হয়।
এরপর আব্দুল রহমান এবং তার ছেলে কাবাতুল্লাহ ও আব্দুল মোমিন রুহুল এবং তার পরিবারের ওপর হামলা চালায়। এমনকি রুহুলকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। এছাড়া এই ঘটনায় মৃতের বাবা হাবিবুর রহমান ও মেজো ভাই আলতাব হোসেন আহত হওয়ায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। তবে পরে দিকে শারীরিক অবস্থার অবনতির জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে এই খুনের ঘটনার পর থেকেই অভিযুক্ত আব্দুর রহমান, কাবাতুল্লাহ এবং আব্দুল মোমিন পলাতক। পুলিশ খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি রুহুলের স্ত্রী হাবিবা খাতুন সহ পরিবারের লোকজন অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবী তোলেন। ফলে পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। আর সকল অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।