চয়ন রায়ঃ কলকাতাঃ গতকাল নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘এবার থেকে ভিলেজ পুলিশের ভলান্টিয়ারদের দৈনিক মজুরী ৩৪ টাকা করে বাড়ছে। সব মিলিয়ে তাদের মাসিক বেতনে এক হাজার টাকা যোগ হচ্ছে।’ অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিভিক ভলান্টিয়ারদের (ভিলেজ) দৈনিক মজুরী বৃদ্ধি করেছেন।
এর আগে গত বছর মার্চ মাসে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশের ভলান্টিয়াদের বেতন বৃদ্ধি হয়। বাজেট অধিবেশনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন, ‘‘রাজ্য সরকার বেতন বৃদ্ধির জন্য ১৮০ কোটি টাকা বরাদ্দ করেছে। সিভিক ভলান্টিয়াররা যা বেতন পেয়ে এসেছেন, তার থেকে এক হাজার টাকা বেশী করে পাবেন।’’ পাশাপাশি বছরের শুরুতেই জানানো হয়েছিল যে, ‘‘আগে যেখানে সিভিক ভলান্টিয়াররা দুই হাজার টাকা করে বোনাস পেতেন। সেখানে এবার থেকে প্রত্যেকে পাঁচ হাজার তিনশো টাকা করে বোনাস পাবেন।’’