নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ গতকাল হুগলীর তারকেশ্বর পুরসভার ১৫ নম্বর সাহাপুর এলাকায় পারিবারিক বিবাদের সময় কথা বলতে গেলে স্থানীয় তৃণমূল কর্মীর কান কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠল শুভদ্বীপ রায় নামে এক জন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে।।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর থেকে শুভদ্বীপের পরিবারে স্ত্রী ও শ্যালিকাকে নিয়ে অশান্তি চলছিল। শুভদ্বীপের পরিবার বিষয়টি সমাধানের জন্য স্থানীয় কাউন্সিলর প্রদীপ সাহাকে জানিয়েছিল। কিন্তু গতকাল শুভদ্বীপের বিরুদ্ধে পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ ওঠায় শুভদ্বীপের বাড়িতে প্রদীপবাবু সহ বেশ কয়েক জন স্থানীয় তৃণমূল কর্মী আসেন।
Sponsored Ads
Display Your Ads Hereওই সময় তাকে মহাদেব দিগর নামে এক জন স্থানীয় তৃণমূলকর্মী আটকাতে গেলে শুভদ্বীপ মহাদেবের কান কামড়ে ছিঁড়ে নেন। এরপর তাকে রক্তাক্ত অবস্থায় তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় যে মহাদেবকে ছেঁড়া কান জোড়া লাগাতে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যেতে হবে।
সেই মতোই স্থানীয় তৃণমূলকর্মীরা মহাদেবকে সঙ্গে করে ছেঁড়া কানটি জারে নিয়ে এসএসকেএম হাসপাতালে যান। কাউন্সিলর প্রদীপবাবু জানান, ‘‘আমরা নিজে থেকে তো যাইনি। ওঁর পরিবার ডেকেছে তাই গিয়েছি। ওঁর সিভিক ভলান্টিয়ারের চাকরি যাতে না থাকে সেই ব্যবস্থাই করছি।’’
Sponsored Ads
Display Your Ads Here
মহাদেবের পরিবারের তরফ থেকে শুভদ্বীপের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। যদিও ঘটনার পর সে বাইক নিয়ে পালিয়ে গেলেও পরে গ্রেপ্তার করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here