নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ হাওড়ায় সিআইডির (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) হাতে গ্রেফতার ১ শিশু পাচারকারী দম্পতি। ধৃতরা হলো ৩৮ বছর বয়সী মানিক হালদার ও তার স্ত্রী মুকুল সরকার। বাড়ি কলকাতার ঠাকুরপুকুরের বাসিন্দা।
জানা গেছে, মানিক হালদার এবং মুকুল সরকার গয়া থেকে দু’দিন বয়সী শিশুকন্যাকে চুরি করে এনে এই রাজ্যে পাচারের চেষ্টা করছিলেন। তবে সিআইডি আধিকারিকেরা ওই দম্পতির কাছে নিঃসন্তান দম্পতি সেজে যোগাযোগ করেছিলেন। কিন্তু মানিক হালদার ও মুকুল সরকার বিষয়টি ঘুণাক্ষরেও বুঝতে না পেরে চার লক্ষ টাকার বিনিময়ে ওই দম্পতির কাছে শিশুকন্যাকে তুলে দেবেন বলে সিদ্ধান্ত নেন। এদিন দুরন্ত এক্সপ্রেস থেকে হাওড়ার শালিমার স্টেশনে শিশুটিকে নিয়ে নামতেই সিআইডি আধিকারিকেরা মানিক হালদার এবং মুকুল সরকারকে হাতেনাতে গ্রেফতার করে।
আর জিজ্ঞাসাবাদের মাধ্যমে আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের সন্ধান পাওয়া যায়। পাশাপাশি আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। আর এই ঘটনায় কে বা কারা জড়িত, তার তদন্ত চালানো হচ্ছে। অন্যদিকে, শিশুটিকে শিশুকল্যাণ কমিটির মাধ্যমে হাওড়া হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগেও অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও শিশু পাচারের অভিযোগ রয়েছে।