নিজস্ব সংবাদদাতাঃ কাশ্মীরঃ চলতি মাসে কাশ্মীরে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরী হয়েছে। এর জেরে ছোটোদের বিদ্যালয় বন্ধ করে দিতে হয়েছে। স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, আপাতত আগামী দু’দিন পঞ্চম শ্রেণী অবধি ছাত্র-ছাত্রীদের বিদ্যালয় বন্ধ থাকবে।
গতকাল কাশ্মীর প্রশাসন যে নির্দেশিকা জারি করছে, তাতে বলা হয়েছে, তীব্র গরমের কারণে ২৯ শে জুলাই ও ৩০ শে জুলাই কাশ্মীরে সরকারী-বেসরকারী বিদ্যালয়ে সমস্ত ছোটোদের ক্লাস বন্ধ থাকবে। অর্থাৎ পঞ্চম শ্রেণী পর্যন্ত শিশুরা বিদ্যালয় যাবে না। কিন্তু বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীদের ছুটি থাকছে না। গত কয়েক দিন ধরে কাশ্মীরে ৩৩ ডিগ্রী সেলসিয়াসের বেশী তাপমাত্রা থাকছে। আর গতকাল তা ৩৬ ডিগ্রীর গণ্ডিও ছাড়িয়ে গিয়েছিল। যা চলতি মরসুমে সর্বোচ্চ ছিল।
উল্লেখ্য, প্রায় সারা বছর কাশ্মীরে তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াসের নীচে থাকে। তবে জুলাই মাসে সবচেয়ে বেশী গরম পড়ে। কিন্তু তাতেও সর্বোচ্চ ৩২ ডিগ্রী সেলসিয়াস থাকে ও সর্বনিম্ন ৬ ডিগ্রী সেলসিয়াস থাকে। এই প্রচণ্ড দাবদাহে কাশ্মীরবাসী একেবারে নাজেহাল হয়ে পড়েছেন। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী দু’দিনের মধ্যে উপত্যকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারদ খানিকটা নামতে পারে বলে মনে করা হচ্ছে।