নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ আজ মুর্শিদাবাদের কান্দি থানার রামেশ্বরপুর এলাকায় রান্নাঘর থেকে গোটা বাড়িতে আগুন ছড়িয়ে ১ জনের মৃত্যু হয়েছে। আর একই পরিবারের ৬ জন সদস্য আহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় আতঙ্ক গ্রাস করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ডালিম শেখের স্ত্রী রাজিয়া বিবি রান্না করছিলেন। বাড়িতে ডালিম শেখ ও তার সন্তানরা ছিল। তখনই কোনোভাবে রান্নার সিলিন্ডার ফেটে মুহূর্তের মধ্যে রান্নাঘরে আগুন ধরে যায়। এরপর সেই আগুন সমগ্র বাড়িতে ছড়িয়ে পড়তে থাকে।

জোরালো শব্দে বাড়িটি কেঁপে উঠতেই প্রতিবেশীরা বেরিয়ে এসে দেখেন, বাড়িটি আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলে উঠেছে। তারপর সকলে মিলে আগুন নেভানোর চেষ্টা করেন। আর পুলিশ এবং দমকল বিভাগকেও খবর দেওয়া হয়। দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনে ছয় জন সদস্যকে আহত অবস্থায় উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করেন। সেখানেই এক জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে পুলিশ ও দমকল বিভাগ আগুন লাগার কারণ জানতে যথাযথ তদন্ত শুরু করেছেন।










