রায়া দাসঃ কলকাতাঃ দীর্ঘদিন ধরে রাজ্যে ডিএ তথা মহার্ঘ্য ভাতা বৃদ্ধির দাবীতে আন্দোলন হয়েছে। এবার লোকসভা নির্বাচন মিটতেই পূর্ব ঘোষিত চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কার্যকর হতে চলেছে। আজ রাজ্যের অর্থ দপ্তরের তরফে নোটিফিকেশন দিয়ে মহার্ঘ্য ভাতা বৃদ্ধির কথা জানানো হয়েছে। গত এপ্রিল মাস থেকেই মহার্ঘ্য ভাতা লাগু হবে।
১ লা মে থেকে মহার্ঘ্য ভাতা কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু আজ নির্দেশিকায় জানানো হলো, ‘এপ্রিল থেকেই কার্যকর হচ্ছে। অর্থাৎ পরবর্তী মাসের বেতনের সাথে এপ্রিল মাস থেকে দেওয়া বকেয়া মহার্ঘ্য ভাতা যোগ হবে।’ এই নির্দেশিকায় রাজ্য সরকারী কর্মচারীদের একাংশ খুশী। প্রসঙ্গত, মাসের পর মাস রাজ্য সরকারী কর্মচারীদের একাংশ কেন্দ্রীয় হারে মহার্ঘ্য ভাতা দেওয়ার দাবীতে ধর্মতলায় মঞ্চ তৈরী করে আন্দোলন করেছেন। নবান্নে আন্দোলনকারীদের সাথে প্রশাসনের আলোচনাও হয়েছে।
গত বছরের ডিসেম্বর মাসে মমতা বন্দ্যোপাধ্যায় একটি অনুষ্ঠানে গিয়ে ঘোষণা করেছিলেন, ”২০২৪ সালের জানুয়ারী মাস থেকেই সরকারী কর্মচারীরা বর্ধিত মহার্ঘ্য ভাতা পাবেন। পরে নির্বাচনী প্রচারের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মে মাস থেকে নয় এপ্রিল মাস থেকে ওই মহার্ঘ্য ভাতা দেওয়া হবে।” মহার্ঘ্য ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত শুনে রাজ্য সরকারী কর্মচারীরা জানিয়েছেন, “এই চার শতাংশ বৃদ্ধি পেলে তারা চোদ্দ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা পাবেন। কেন্দ্রীয় সরকারের কর্মীরা বর্তমানে ৪৬ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা পান।”