Indian Prime Time
True News only ....

দিলীপ ঘোষের বিয়েতে খামে করে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী

চয়ন রায়ঃ কলকাতাঃ আজ সকাল থেকে নিউ টাউনের ‘আইডিয়াল ভিলা’র এক আলাদাই রূপ। সকালবেলা থেকে এক অন্য আমেজ। ভিলার গেট খুলে পরপর ভিভিআইপিদের গাড়ি ঢুকছে। রাজ্য বিজেপির নেতা-নেত্রীরা একে একে গাড়ি থেকে নামছেন। পাত্রী রিঙ্কু মজুমদারও প্রায় প্রস্তুত। এরই মধ্যে দিলীপ ঘোষের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা এসে পৌঁছেছে।

একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো, অন্যজন রাজ্যের বিরোধী দলের অন্যতম মুখ। বিভিন্ন ইস্যুতে একে অপরকে আক্রমণ করতে থাকেন। এবার সেই দিলীপ ঘোষের বাড়িতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুল ও খামে ভরা চিঠি এসে পৌঁছালো। আজ দিলীপ ঘোষের নিউ টাউনের বাড়িতে বিয়ের ঘরোয়া আসর বসছে। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি দিলীপ ঘোষের বাড়িতে ফুলের তোড়া এবং খামে ভরা চিঠি পৌঁছে দিয়েছেন। এই চিঠিতে দিলীপ ঘোষের জন্য শুভেচ্ছাবার্তা রয়েছে।

অন্যদিকে, এই বার্তা পেয়ে তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে জানান, “মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। উনি পশ্চিমবঙ্গের অভিভাবিকা। বয়সেও আমার থেকে বড়ো। ওঁনার আশীর্বাদ চাই।” তবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, কুণাল ঘোষ, দেবাংশু ভট্টাচার্য, চন্দ্রিমা ভট্টাচার্যের মতো শাসক দলের একাধিক নেতা-নেত্রীও দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়েছেন। আবার লোকসভা নির্বাচনে প্রতিপক্ষ হিসেবে লড়াই করা নেতা তথা তৃণমূল সাংসদ কীর্তি আজাদ নিজের বাসভবনে মিষ্টিও বিলি করেছেন।

Get real time updates directly on you device, subscribe now.