নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে চলেছেন। এর আগে রাজধানী পৌঁছেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী সুনীতা কেজরীওয়ালের সাথে সাক্ষাৎ করলেন।
উল্লেখ্য, এই বৈঠকে বিরোধী জোটের মুখ্যমন্ত্রীরা উপস্থিত না থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকছেন। কিন্তু তাঁকে কংগ্রেস নেতা কেসি বেণুগোপালও বৈঠকে যোগ না দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। তবে তাও মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসতেই বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র সমন্বয় নিয়ে প্রশ্ন ওঠে। এমনকি বাংলার সিপিএম ও কংগ্রেস নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে শুরু করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here
এর প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে চাণক্যপুরীর নতুন বঙ্গভবনে জানান, ‘‘নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত বাজেট পেশের আগেই নিয়েছিলাম। কিন্তু সবাই মিলে আলোচনা করে যদি কোনো সিদ্ধান্ত হত, তাহলে অন্য কিছু ভাবতাম। আর নীতি আয়োগের বৈঠকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও যোগ দিতে পারেন।’’ এরপরই তিনি অরবিন্দ কেজরীওয়ালের বাড়িতে যান। সুনীতা কেজরীওয়ালের সাথে কথা বলেন। পাশাপাশি অরবিন্দ কেজরীওয়ালের মা-বাবার পা ছুঁয়ে প্রণামও করছেন।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত, ২১ শে মার্চ ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) অরবিন্দ কেজরীওয়াল দিল্লির আবগারি নীতিকাণ্ডে আর্থিক নয়ছয়ের অভিযোগে গ্রেফতার হয়েছেন। তবে পরে সুপ্রিম কোর্ট ওই মামলায় অন্তর্বর্তী জামিন দেয়। যদিও সিবিআইয়ের (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) করা মামলায় তিহাড়েই রয়েছেন। এদিন তাঁর বাড়িতে গিয়ে সেখানে আপ সাংসদ রাঘব চড্ডাও উপস্থিত ছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
রাঘব চড্ডা সাংবাদিকদের জানান, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় অরবিন্দ কেজরীওয়ালের শরীর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সেই নিয়ে খোঁজখবর নিয়েছেন। সঙ্কটের সময় আপের পাশে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রয়েছেন।’’ এদিকে, রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, বিরোধী জোটের অন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় যে একা নন, তা বোঝাতেই অরবিন্দ কেজরীওয়ালের বাড়িতে গিয়েছিলেন।