অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য বাজেট পেশ করেন। এর পাশাপাশি অবশেষে মহার্ঘ ভাতা (ডিএ) ঘোষণা করল রাজ্য সরকার। ওই ঘোষণা অনুযায়ী, আগামী মার্চ মাসের বেতন থেকেই রাজ্য সরকারী কর্মচারী সহ পেনশনভোগীরা বর্ধিত হারে ডিএ পাবেন।
প্রসঙ্গত, সরকারী কর্মীরা কেন্দ্রীয় সরকারী হারে ডিএর দাবীতে আন্দোলন করছেন। গতকাল সরকারী কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ নবান্ন ও নির্বাচন কমিশনকে বকেয়া না পেলে নির্বাচনের কাজে যাবেন না বলে হুঁশিয়ারী দিয়েছে। শীঘ্রই কেন্দ্রীয় সরকার তাদের কর্মীদের জন্য আরো চার শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করতে পারে।
আর তা হলে কেন্দ্রের সাথে বাংলার ডিএর ব্যবধান বেড়ে ৩৯ শতাংশ হবে। তবে এদিনের ঘোষণার পরে বর্তমান বকেয়া ৩২ শতাংশ বাকি থাকল। যদিও এখনো সুপ্রিম কোর্টে ডিএ মামলা বিচারাধীন। আগামী ১৫ ই মার্চ মামলাটির পরবর্তী শুনানি হবে। এই মামলা শুনানির জন্য নতুন করে ডিভিশন বেঞ্চও গঠিত হয়।