অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ দু’দিন পর থেকে পুজোর ছুটি পড়ার কথা ছিল। কিন্তু শহর জুড়ে জলমগ্ন পরিস্থিতিতে আজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর ছুটি ঘোষণা করে দিলেন। গতকাল সারারাত বৃষ্টি হওয়ায় কলকাতা কার্যত জলে ডুবে গিয়েছে। কোথাও কোথাও দু’শো থেকে ৩০০ মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। খুব প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোনোই অসম্ভব হয়ে উঠেছে। এই দুর্যোগের মধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছুটির কথা জানিয়েছেন।
এদিন রাজ্য সরকারের তরফে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার এবং দুর্ঘটনা থেকে রক্ষা করতে ২৪ এবং ২৫ সেপ্টেম্বর রাজ্যের সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এরপর অর্থাৎ আগামী ২৬ সেপ্টেম্বর থেকে যেহেতু সরকারিভাবে পুজোর ছুটি পড়ছে, তাই কার্যত বুধবার থেকেই দুর্গাপুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code