অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গত কয়েকদিন ধরে কেন্দ্রের ওয়াকফ সংশোধনী বিল নিয়ে মুর্শিদাবাদ অশান্ত হয়ে পড়েছে। ভাঙড়েও ওই অশান্তির আঁচ ছড়িয়েছে। এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই শান্তিরক্ষার বার্তা দেন। আজ মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে ইমাম-মোয়াজ্জেমদের সম্মেলনে যোগ দিয়ে শান্তি স্থাপনের উদ্দেশ্যে একাধিক বার্তা দিয়েছেন। পাশাপাশি এই অশান্তিতে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারী সাহায্যের কথাও ঘোষণা করেছেন।
এদিন মুখ্যমন্ত্রী জানান, ‘‘আপনারা শান্তির বার্তা দিন। শান্তি না থাকলে আপনার পায়ে কুড়ুল মেরে বিজেপিকে সুবিধা দেবে। ভাঙড়ে যেটা করেছে সেটা ঠিক করেনি। সরকারী সম্পত্তি নষ্ট করে দিয়েছে। একটা গাড়ি কিনতে চল্লিশ লক্ষ টাকা লাগে। যারা অশান্তিতে মারা গিয়েছেন তাদের দশ লক্ষ টাকা দেওয়া হবে।’’ এছাড়া হিংসার ঘটনায় যাদের বাড়ি পুড়েছে, তাদের বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি করে দেওয়া হবে। আর যাদের দোকান ভেঙেছে সেটা এস্টিমেট করে দেওয়া হবে।
Sponsored Ads
Display Your Ads Here
আমার কাছে খবর আসছে বিএসএফের চটি জামা পরে চলে এসেছে। যে কায়দায় নন্দীগ্রামে হয়েছিল। বিএসএফও গুলি চালিয়েছে। বিএসএফ গুলি চালিয়েছে কেন এটারও তদন্ত হওয়া উচিত। শীতলকুচিতেও গুলি চালিয়েছিল।’’ পুলিশ সূত্রে খবর, আপাতত আরো বেশ কয়েক ঘণ্টা মুর্শিদাবাদের কয়েকটি এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। প্রশাসনের দাবী, ‘‘গুজব হলো এই গন্ডগোলের অন্যতম কারণ। কিছু মানুষ নেটমাধ্যম ব্যবহার করে অশান্তিতে উস্কানি দিচ্ছে। যা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।’’
Sponsored Ads
Display Your Ads Here
রাজ্যের এডিজি জাভেদ শামিমের বলেন ‘‘পাতাল থেকেও খুঁজে বার করা হবে (যারা অশান্তি পাকাচ্ছেন বা অশান্তিতে সাহায্য করছেন)।’’ এদিন পুলিশের ওই সূত্র ধরেই বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘আপনারা ফেক নিউজ তৈরী করছেন। বাংলায় বিজেপির কথায় কেউ উত্তেজিত হয়ে কেউ অশান্তি করবেন না।’’ এমনকি, অমিত শাহকেও এদিন আক্রমণ করে জানিয়েছেন, ‘‘আমি ওঁর নাম আগে নিইনি। এত তাড়াতাড়ি কেন আছে? আপনাকে তো প্রাইম মিনিস্টার করবে না। মোদীজি চলে গেলে কি হবে? সবচেয়ে বেশী ক্ষতি করছেন আপনি। মোদীজিকে বলব, ওঁনাকে কন্ট্রোল করুন।’’
Sponsored Ads
Display Your Ads Here