চয়ন রায়ঃ কলকাতাঃ শহর জুড়ে একাধিক পুজোর মণ্ডপ উদ্বোধন শুরু হয়ে গিয়েছে। রাস্তায় ঠাকুর দেখার ভিড়ও নজরে আসছে। এরই মধ্যে দক্ষিণ কলকাতার অন্যতম বড়ো পুজো তথা চেতলা অগ্রণীর প্যান্ডেলে আগুন লেগে যায়। আর দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও আগুন সেভাবে ছড়িয়ে পড়েনি।
চেতলা অগ্রণীর পুজো মেয়র ফিরহাদ হাকিমের পুজো বলে পরিচিত। চলতি বছর এখানকার থিম অমৃত কুম্ভের সন্ধানে। সাহিত্যিক সমরেশ বসুকে শ্রদ্ধা জানাতে পুজো উদ্যোক্তাদের এই ভাবনা। ককয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার প্রতিমার চক্ষুদান করেছেন। কিন্তু এদিন আচমকা প্যান্ডেলে আগুন লাগার সাথে সাথে দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা করা হয়। দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছনোর আগেই আগুন নিভে যায়। জানা যায়, প্যান্ডেলের উপর পড়ে থাকা একটি ইলেকট্রিকের তার থেকেই গোটা মণ্ডপ শর্ট সার্কিট হয়ে যায়।
সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবেই ক্লাব কর্তৃপক্ষের তরফে সোশ্যাল মিডিয়ায় আপডেট দিয়ে জানানো হয়েছে যে, “এক অভূতপূর্ব দুর্ঘটনার কারণে আমাদের চেতলা অগ্রণী ক্লাব প্যান্ডেল আজ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ তারিখ বন্ধ থাকবে। ভক্ত এবং দর্শনার্থীদের জন্য এটি কখন খোলা হবে তা আমরা শীঘ্রই আবার জানিয়ে দেব। এই অসুবিধার জন্য আমরা দুঃখিত।”
Sponsored Ads
Display Your Ads Here