নিজস্ব সংবাদদাতাঃ চেন্নাইঃ ঘূর্ণিঝড় মন্দৌসের তাণ্ডবে চেন্নাইয়ের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরিনা বিচ লন্ডভন্ড হয়ে গিয়েছে। বেশ কিছু এলাকাও জলমগ্ন হয়ে পড়েছে। পাশাপাশি দেওয়াল, শতাধিক গাছ সহ বিদ্যুৎ এর খুঁটিও ভেঙে পড়েছে। কিন্তু কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মন্দৌসের জেরে চেন্নাই ও তার সংলগ্ন এলাকায় প্রবল বৃষ্টিপাত হয়েছে।
উল্লেখ্য, গতকাল রাতেরবেলা ১০ টা ৩০ মিনিট নাগাদ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মন্দৌস স্থলভাগে আছড়ে পড়েছে। রাতেরবেলা ১ টা ৩০ মিনিট নাগাদ মন্দৌস তামিলনাড়ুর মহাবলীপুরমের উপর দিয়ে অতিক্রম করে। আর স্থলভাগের উপর দিয়ে অতিক্রম করার সময় এর গতিবেগ ঘণ্টায় ৬৫ কিলোমিটার থেকে ৭৫ কিলোমিটার ছিল।
Sponsored Ads
Display Your Ads Here
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এখনো অবধি চেন্নাইয়ে ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। স্থলভাগের উপর দিয়ে মন্দৌস অতিক্রম করার পর শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এরপর আরো শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত, মন্দৌস আছড়ে পড়ার আগে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে তেরোটি অন্তর্দেশীয় উড়ান ও তিনটি আন্তর্জাতিক বিমান বাতিল করে দেওয়া হয়েছিল। তামিলনাড়ু এবং পুদুচেরিতে স্কুল-কলেজ বন্ধ রাখা ছিল। প্রশাসনের তরফে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছিল। এর পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও মোতায়েন করা হয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here