নিজস্ব সংবাদদাতাঃ চেন্নাইঃ নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার ফলে চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ উড়ান অবতরণ স্থগিত রাখলেন। গতকাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানান, “দুপুর সওয়া ১ টা থেকে সন্ধ্যা ৬ টা অবধি যাত্রীদের নিরাপত্তার কারণে কোনো বিমান অবতরণ করবে না”।
শনিবার বিকেল থেকে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই সহ অন্তত ২০ টি জেলা বৃষ্টিপাতের কারণে জলমগ্ন হয়ে পড়েছে। পুদুচেরীতে বন্যা পরিস্থিতি তৈরী হয়েছে। প্রবল বৃষ্টিপাতে শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুর্যোগে তামিলনাড়ুতে ইতিমধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। দুর্যোগ না কমায় মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের শক্তি ক্রমশ বেড়ে যাওয়ার ফলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। শুক্রবার অবধি চেন্নাই সহ তামিলনাড়ুর বেশ কিছু অংশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সাধারণ ভাবে নভেম্বর মাসের গোড়া পর্যন্ত চেন্নাইয়ে ৪১ সেন্টিমিটার বৃষ্টিপাত হলেও চলতি বছর তা ৬১ সেন্টিমিটারে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ পরিসংখ্যান বলছে চলতি বছর চেন্নাই সহ তামিলনাড়ুর বেশ কয়েকটি জেলায় কমপক্ষে দেড় গুণ বেশী বৃষ্টিপাত হয়েছে।