ব্যুরো নিউজঃ শ্রীলঙ্কাঃ করোনা অতিমারীর জেরে জেরবার সমগ্র শ্রীলঙ্কা। এবার এই সংকটজনক পরিস্থিতির মধ্যে শ্রীলঙ্কাতে আসিড বৃষ্টির সতর্কতা জারি করা হলো।
সূত্রের ভিত্তিতে জানা যায়, গত সপ্তাহে কলম্বো উপকূল থেকে সাড়ে ৯ নটিক্যাল মাইল দূরে সিঙ্গাপুরের মালবোঝাই জাহাজ ‘এমভি এক্সপ্রেস পার্ল’-এ আগুনে লাগে। গুজরাতের হাজিরা বন্দর থেকে প্রসাধনী তৈরীর উপকরণ ও রাসায়নিক নিয়ে এই জাহাজটি যাচ্ছিল। এছাড়াও এই জাহাজের ট্যাঙ্কে ৩২৫ মেট্রিক টন জ্বালানী ছিল। ১ হাজার ৪৮৬ টি পাত্রে প্রায় ২৫ টন নাইট্রোজেন-ডাই-অক্সাইডও রাখা ছিল। এক সপ্তাহ থেকে এই রাসায়নিক বোঝাই করা জাহাজটি জ্বলছে। আর তাতেই পরিবেশ দপ্তরের তরফ থেকে অ্যাসিড বৃষ্টি হওয়ার আশঙ্কার কথা বলা হয়েছে। এই দুর্যোগ থেকে দেশবাসীকে সতর্ক থাকার কথা বলা হয়েছে।
দেশের সামুদ্রিক পরিবেশ সুরক্ষা সংস্থার চেয়ারপার্সন দর্শনী লাহান্ডাপুরা জানিয়েছেন, “আগুন ও ধোঁয়ার সঙ্গে নির্গত নাইট্রজেন-ডাই-অক্সাইড থেকেই অ্যাসিড বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দর্শনী লাহান্ডাপুরা উপকূল এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন”।