চয়ন রায়ঃ কলকাতাঃ কেন্দ্রীয় সরকারের পশ্চিমবঙ্গের বন্যায় ৪৬৮ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া দিয়েছে। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘রাজ্যে বন্যার জেরে যে ক্ষয়-ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখার জন্য একটি দল পাঠানো হবে। এরপর ওই কেন্দ্রীয় দল যে রিপোর্ট দেবে, তার উপর ভিত্তি করে বন্যাবিধ্বস্ত এলাকায় অতিরিক্ত সাহায্যের অনুমোদনও দেওয়া হবে।’
এছাড়া একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ‘চোদ্দটি বন্যাবিধ্বস্ত রাজ্যকে এসডিআরএফ (রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল) ও এনডিআরএফ (জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল) থেকে অগ্রিম হিসাবে ৫৮৫৮.৬০ কোটি টাকা অনুদান দিয়েছে। যেখানে আসামকে ৭১৬ কোটি টাকা, কেরলকে ১৪৫.৬০ কোটি টাকা, গাল্যান্ডকে ১৯.২০ কোটি টাকা, বিহারকে ৬৫৫.৬০ কোটি টাকা, সিকিমকে ২৩.৬০ কোটি টাকা, ত্রিপুরাকে ২৫ কোটি টাকা, গুজরাতকে ৬০০ কোটি টাকা, তেলেঙ্গানাকে ৪১৬.৮০ কোটি টাকা, মণিপুরকে ৬০ কোটি, মহারাষ্ট্রকে ১ হাজার ৪৯২ কোটি টাকা, মিজোরামকে ২১.৬০ কোটি টাকা, অন্ধ্রপ্রদেশকে ১ হাজার ০৩৬ কোটি টাকা, পশ্চিমবঙ্গকে ৪৬৮ কোটি টাকা এবং হিমাচল প্রদেশকে ১৮৯.২০ কোটি টাকা দেওয়া হয়েছে।’
Sponsored Ads
Display Your Ads Here
কেন্দ্রের পক্ষ থেকে এও জানানো হয়েছে, চলতি বছর একুশটি রাজ্যকে বিপর্যয়ের ক্ষতিপূরণ হিসাবে মোট ১৪ হাজার ৯৫৮ কোটি টাকা দেওয়া হয়েছে। এসডিআরএফ থেকে একুশটি রাজ্যকে ৯০৪৪.৮০ কোটি টাকা দেওয়া হয়েছে। এনডিআরএফ থেকে পনেরোটি রাজ্যকে ৪৫২৮.৬৬ কোটি টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি এসডিএমএফ (স্টেট ডিসাস্টার মিটিগেশন ফান্ড) থেকে এগারোটি রাজ্যকে ১৩৮৫.৪৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আর আর্থিক সাহায্য ছাড়াও জাতীয় বিপর্যয় মোকাবিলা দল, সেনা ও বায়ুসেনার দল পাঠানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
পাশাপাশি এও জানিয়ে দেওয়া হয়েছে যে, চলতি বছর বর্ষায় ভারী বৃষ্টি, বন্যা এবং ধসের কারণে এই রাজ্যগুলি ক্ষতির মুখে পড়ায় অনুদান ঘোষণা করা হয়েছে। আসাম, কেরল, ত্রিপুরা, গুজরাত, তেলঙ্গানা, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর ও অন্ধ্রপ্রদেশে ক্ষয়-ক্ষতি পরখ করে দেখার জন্য দল (ইন্টার মিনিস্টেরিয়াল সেন্ট্রাল টিম) পাঠানো হয়েছে। শীঘ্রই বিহার এবং পশ্চিমবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখার জন্য দল পাঠানো হবে। নিয়ম মেনে, ওই দলের পাঠানো রিপোর্ট দেখে বিবেচনা করা হবে যে, রাজ্যগুলিকে অতিরিক্ত সাহায্য দেওয়া হবে কি না।
Sponsored Ads
Display Your Ads Here