নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ আর মাত্র কয়েক দিন পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পূর্ব মেদিনীপুরের দিঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হতে চলেছে। আর তাই এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে মুখ্যসচীব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচীব নন্দিনী চক্রবর্তী সহ শীর্ষ পদস্থ আমলা ও পুলিশ এবং পরিবহণ দপ্তরের কর্তাদের উপস্থিতিতে একটি বৈঠক করেন। এই বৈঠকে জগন্নাথ মন্দির নিয়ে নিরাপত্তা সংক্রান্ত একাধিক নির্দেশ দেন।
উদ্বোধনী অনুষ্ঠান যাতে বিভিন্ন জায়গার মানুষ দেখতে পারেন তাই প্রতিটা ব্লকে ব্লকে এলইডি টিভি লাগানোর নির্দেশ দিয়েছেন। পাশপাশি জানান, “মানুষকে সাহায্যের জন্য ক্যাম্প করা হবে। অসুস্থতা ও দুর্ঘটনার সমস্যা যাতে না ঘটে তাই মেডিকেল ক্যাম্পও থাকবে।” জানা গিয়েছে, ২৯ শে এপ্রিল তারিখ যজ্ঞের আয়োজন করা হয়েছে। আর ৩০ শে এপ্রিল বেলা ১১টায় প্রাণ প্রতিষ্ঠা হবে। আর ৩টে নাগাদ মন্দিরের দ্বার উদ্ঘাটন হবে। এই উদ্বোধনী অনুষ্ঠানের হয়ে যাওয়ার পর পুরো জগন্নাথ মন্দির ইস্কনকে হস্তান্তর করা হবে।
এদিকে, স্টেশনে যাতে ভিড় না হয় সেটা দেখার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। আর দিঘা জুড়ে স্থায়ী সিসিটিভি লাগানোরও নির্দেশ দেওয়া হয়েছে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, “এমন জায়গায় সিসিটিভি লাগানো হোক যাতে কেউ ভাঙতে না পারে। তোমাদের তো একটা আইন আছে, সরকারী সম্পত্তি নষ্ট করা নিয়ে সেই আইনটা প্রয়োগ কোরো, অনেক ক্ষেত্রে প্রয়োগ করা হয় না। স্থায়ী ভাবে গোটা রুটে ওয়াচ টাওয়ার রাখতে হবে।
এমনকি নিরাপত্তার জন্য হাওড়া সমেত কোলাঘাট থেকে দীঘা পুরো সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হবে।” আর মন্দিরেও যাতে কোনো বিপদ না ঘটে তাই নিরাপত্তা নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, সমুদ্রে ঝড়-বৃষ্টির সময় যাতে মানুষ স্নান করতে না নামেন সে বিষয় নিয়ে পুলিশকে নজরদারী রাখতে যথাযথ নির্দেশ জারি করেছেন।