নয়া দিল্লিঃ করোনা নিরাপত্তার কথা চিন্তা করেই আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশচন্দ্র পোখরিওয়াল জানিয়ে দিয়েছেন, CBSE বোর্ডে দশম আর দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষা আপাতত আগামী ফেব্রুয়ারী পর্যন্ত স্থগিত থাকবে। তবে এই পরীক্ষা কবে হবে সেই নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
চলতি বছর করোনার জেরে CBSE বোর্ডে দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নেওয়া হয়নি। তবে করোনার প্রভাব পুরোপুরি না কাটলেও ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হওয়ায় আশা করা হয়েছিল বোর্ডের পরীক্ষা সময় মতোই হবে। কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর এই দিনের বক্তব্যে ফের অপেক্ষার দিন গুনতে হবে শিক্ষার্থীদের।
তবে শিক্ষামন্ত্রী স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন যে “সকলের সুবিধার কথা চিন্তা করে সমস্ত সুরক্ষা বিধি ও নিয়ম-নীতি মেনেই এই পরীক্ষা নেওয়া হবে”। কিন্তু তারপরেও দেশজুড়ে সমগ্র শিক্ষার্থীদের ভবিষ্যত নিয়ে এক অনিশ্চয়তা থেকেই গেলো। যার ফলে সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে অত্যন্ত চিন্তিত অভিভাবকগণ।