রায়া দাসঃ কলকাতাঃ আর জি কর মেডিকেল কলেজে ঘটনার রাতেরবেলা যে ওয়ার্ড বয়, নার্সিং স্টাফ, বেসরকারী নিরাপত্তারক্ষীরা ডিউটিতে ছিলেন, এবার সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) তাদের নয় জনকে তলব করেছে। এদের মধ্যে দুই জন মহিলাও রয়েছেন। আজ সিবিআই একটি রেজিষ্টার খাতা বাজেয়াপ্ত করে। এই খাতায় ওই রাতেরবেলা যাদের ওই বিল্ডিংয়ে ডিউটি ছিল, সেই অনুযায়ী তলব করা হয়। পাশাপাশি ধৃত কখন কখন ওই বিল্ডিংয়ে ঢুকেছে, কোন পথে গিয়েছে, সেটাও জানার চেষ্টা হচ্ছে।
এদিন সন্ধ্যাবেলাতেই ওই কর্মীরা সিবিআই দপ্তরে পৌঁছালে তাদের বয়ান রেকর্ড করা হয়। সূত্রের খবর, সিবিআই জানতে চায়, ওই রাতে তারা কে কোথায় ছিলেন। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই রাতের ঘটনাক্রম তৈরী করার চেষ্টা চলছে। এদিকে সিবিআইয়ের হাতে তদন্তভার আসার পর এদিন সকালবেলাই সিবিআই রাস্তা থেকে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করার জন্য তুলে নিয়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য, আগেই সিবিআই সন্দীপ ঘোষকে ডেকেছিল। কিন্তু তিনি সিবিআইয়ের ডাকে সাড়া না দেওয়ায় সিবিআই আধিকারিকরা সন্দীপ ঘোষকে রাস্তা থেকে তুলে নিয়ে যান। আর জুনিয়র চিকিৎসকের নির্মম হত্যাকাণ্ডের যে মামলা, তাতে সন্দীপ ঘোষের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকায় তাকে তলব করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here