অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সকালবেলা ৮ টা ৪৫ মিনিট নাগাদ রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ তথা কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) অভিযান চালায়।
এছাড়া এদিন ৯টা ১০ মিনিটে তৃণমূলের বিধাননগর পুরসভার কাউন্সিলর তথা তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তীর রাজারহাটের বাড়িতে সিবিআই অভিযান চালায়। কিন্তু ওই সময় দেবরাজ চক্রবর্তী বাড়িতে ছিলেন না। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি গাড়িতে করে এসে পৌঁছালে তদন্তকারীরা দেবরাজ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে বাড়ির ভিতরে ঢুকে যান।
আগেও দেবরাজ চক্রবর্তীকে ভোট পরবর্তী হিংসার মামলায় তলব করা হয়েছিল। সেক্ষেত্রে তিনি সিবিআই দপ্তরে হাজির হয়ে তদন্তে সহযোগীতা করার আশ্বাসও দিয়েছিলেন। প্রসঙ্গত, এদিন সকালবেলা থেকেই সিবিআই নিয়োগ মামলার তদন্তে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে।
উল্লেখ্য যে, গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ধর্মতলায় আয়োজিত বিজেপির সভায় বক্তৃতা দিতে উঠে হুঁশিয়ারী দিয়েছিলেন, “বাংলায় দুর্নীতি বরদাস্ত করা হবে না।” এর ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জেলায় জেলায় তৃণমূল নেতা, কাউন্সিলর সহ বিধায়কদের বাড়িতে তল্লাশি শুরু করে।