চয়ন রায়ঃ কলকাতাঃ এবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তে সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের দু’টি বাসস্থানে হানা দিয়েছে। পাশাপাশি প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বেহালার ১২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ভজা ওরফে পার্থ সরকারের বাড়িতেও তল্লাশি করছে।
এমনকি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত সহায়ক সুকান্ত আচার্য সহ বেহালার ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায়ের বাড়ি, ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ দাসের বাড়ি ও নিউটাউনের একটি ফ্ল্যাটে সিবিআই অভিযান চালাচ্ছে। উল্লেখ্য, দুর্নীতিকাণ্ডে ধৃত তাপস মণ্ডল প্রথম সুজয়কৃষ্ণের কথা প্রথম প্রকাশ্যে আনেন।
Sponsored Ads
Display Your Ads Here
আগেও সুজয়কৃষ্ণকে সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে তলব করেছিল। পরে সুজয়কৃষ্ণ এবং তার পরিবারের সদস্যদের ব্যাংকের নথিও চেয়ে পাঠানো হয়েছিল। তবে সুজয়কৃষ্ণ সেই সব নথি সিবিআইকে জমা দিয়েছেন বলে দাবী করেছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সাথে লেনদেনের কথাও স্বীকার করে নিয়ে বলেছিলেন, ‘‘তিনি শান্তনুর স্ত্রীর সংস্থাতে টাকা বিনিয়োগ করেছিলেন। ব্যবসা করার জন্য ৪০ লক্ষ টাকা মূল্যের একটি জমি শান্তনুর থেকে চেকের মাধ্যমে কিনেছিলেন।’’
Sponsored Ads
Display Your Ads Here