নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ অবশেষে সিবিআই আধিকারিকরা অনুব্রত মণ্ডলের বোলপুরের নীচুপট্টির বাড়িতে প্রবেশ করলেন। কেন্দ্রীয় বাহিনীও সাথে রয়েছে। ইতিমধ্যে অনুব্রত মণ্ডলের বাড়ি কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা চারদিক থেকে ঘিরে রেখেছেন।
আজ সকালবেলা ১০ টা নাগাদ তাঁর বাড়িতে সিবিআই আধিকারিকরা পৌঁছে যান। সিবিআই সূত্রে জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলকে বাড়িতেই জিজ্ঞাসাবাদ করা হতে পারে। আর সিবিআইয়ের তরফ থেকে বাড়ির সমস্ত গেটে ভিতর থেকে তালা ঝোলানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এমনকি অনুব্রত মণ্ডলের বাড়িতে সারাক্ষণ যে পুলিশ কর্মী মোতায়েন থাকেন তাকেও ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কিন্তু তাঁর প্রধান নিরাপত্তা রক্ষীকে প্রবেশ করতে দেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here