চয়ন রায়ঃ কলকাতাঃ এবার গরুপাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবকে নোটিশ পাঠিয়েছে। আর নোটিশে আগামী ১৫ ই ফেব্রুয়ারী অর্থাৎ মঙ্গলবার নিজাম প্যালেসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে উপস্থিত থাকতে বলা হয়েছে।
ইডি ও সিবিআই মিলিতভাবে গরু এবং কয়লা পাচার কাণ্ডের তদন্তে রাজ্য পুলিশের বেশ কয়েক জন কর্তা সহ নীচু তলার কিছু পুলিশকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। জানা গিয়েছে যে, গরু পাচারের লভ্যাংশের টাকার ক্ষেত্রে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির যোগ রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে যে, গরু পাচার কাণ্ডের সাথে বিভিন্ন সাক্ষীর বয়ানে তৃণমূলের সাংসদ দেবের নাম উঠে এসেছে। তবে আপাতত দেব এই বিষয়ে কোনোরকম মন্তব্য করেননি।
Sponsored Ads
Display Your Ads Here