নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ এবার সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) অনিল আম্বানীর ছেলের বিরুদ্ধে বড়ো পদক্ষেপ নিয়েছে। জয় আনমোল অনিল আম্বানীর বিরুদ্ধে ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রিলায়েন্স হাউজিং ফিনান্স লিমিটেডের সঙ্গে জড়িত ব্যাঙ্ক প্রতারণার মামলাটি। এই প্রথম অনিল আম্বানির ছেলের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করা হলো।

অনিল আম্বানীর ছেলে ছাড়াও রিলায়েন্স হাউজিং ফিনান্স লিমিটেডের ওই সংস্থার প্রাক্তন সিইও রবীন্দ্র সুধালকর এবং আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক বিষয়ে অভিযোগ রয়েছে। অভিযুক্তদের কাজের জন্য ব্যাঙ্কের ২২৮ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ পাওয়ার পরেই সিবিআই তদন্ত শুরু করেছে।

সূত্রের খবর, এই মামলার তদন্তে যাবতীয় নথি পরীক্ষা করতে পারে সিবিআই। লোন অ্যাকাউন্ট, রিলায়েন্স হাউজিং ফিনান্স লিমিটেডের অভ্যন্তরীণ রেকর্ডের খতিয়ান দেখতে পারে সিবিআই। সংস্থার একাধিক কর্মী, ব্যাঙ্কের কর্মী-আধিকারিকদেরও জেরা করা হতে পারে বলে সূত্রের খবর। এই বিষয়টি নিয়ে মঙ্গলবার দুপুর আড়াইটে পর্যন্ত প্রকাশ্যে অনিল আম্বানি গ্রুপের তরফে কোনও বিবৃতি আসেনি।
Sponsored Ads
Display Your Ads Here









