নিজস্ব সংবাদদাতাঃ আসানসোলঃ আজ আবারও আসানসোলের বিশেষ সিবিআই আদালত বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গোরু পাচার মামলায় জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। ৩ রা মার্চ পরবর্তী শুনানি হবে।
অনুব্রত মণ্ডলের আইনজীবী তাঁর মক্কেলের জামিনের আবেদন করেননি। বিচারক রাজেশ চক্রবর্তী শুনানির পর অনুব্রত মণ্ডলকে আরো ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) সূত্রে জানা যায়, এদিন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বেশ কিছু নথি আদালতে জমা করা হয়েছে।
সম্প্রতি হদিশ পাওয়া শতাধিক বেনামি ও ভুয়ো ব্যাংক অ্যাকাউন্টের নথিও রয়েছে। সেই সব অ্যাকাউন্ট থেকে অনুব্রত মণ্ডল এবং তাঁর ঘনিষ্ঠদের চালকলের টাকার লেনদেন হয়েছে। যার তথ্য আদালতকে দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, এদিন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সহগল হোসেনকেও ভার্চুয়ালি আদালতে হাজির করানো হয়। গোরু পাচারকাণ্ডে সহগল ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) করা মামলায় বর্তমানে তিহাড় জেলে রয়েছেন।