চয়ন রায়ঃ কলকাতাঃ আজ সকালবেলা ১০টা নাগাদ সিবিআই অনুব্রত মণ্ডলের বাড়িতে যায়। এরপর ১১ টা ৩০ মিনিট নাগাদ অনুব্রত মণ্ডলকে নিয়ে তাঁর নীচুপট্টির বাড়ি থেকে বের হন। বিকেলবেলা ৪ টে ১৫ মিনিট নাগাদ অ্যারেস্ট মেমোতে সই করিয়ে গ্রেফতার করা হয়।
আর বিকেলবেলা ৪ টে ৩০ মিনিট নাগাদ অনুব্রত মণ্ডলকে নিয়ে সিবিআই আধিকারিকেরা শীতলপুর গেস্ট হাউস থেকে বেরিয়ে যান। এরপর বিকেলবেলা ৫ টা নাগাদ সিবিআই আসানসোলের আদালতে পেশ করিয়ে নিজেদের হেফাজতে রাখার আবেদন জানালে বিচারক দশ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
অনুব্রত মণ্ডলকে আসানসোল আদালতে পেশ করার সময় বিজেপি ও সিপিএমের দলীয় সমর্থেকরা দলীয় পতাকা হাতে বিক্ষোভ দেখান। এছাড়া তাঁকে উদ্দেশ্য করা বলা ‘চোর চোর’ ধ্বনিতে আদালত চত্বর যেন কম্পিত হয়ে ওঠে।
Sponsored Ads
Display Your Ads Here