ব্যুরো নিউজঃ অস্ট্রেলিয়াঃ এখন খাদ্য সরবরাহকারী সংস্থার অ্যাপে মদেরও অর্ডার দেওয়া যায়। আর বহু মানুষ সেই সুযোগে নিজের পছন্দ অনুযায়ী অর্ডারও দেন। কিন্তু খাদ্য সরবরাহকারী সংস্থা উবের ইটস অস্ট্রেলিয়ার এক জন গ্রাহককে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে জানায়, ‘মদ্যপানে লাগাম না টানলে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে।’
এদিকে ওই গ্রাহক জানান, “সম্প্রতি তার নামে একটি মেল এসেছে। সেখানেই খাদ্য সরবরাহকারী সংস্থার তরফ থেকে লেখা হয়েছে, আমাদের সিস্টেমে দেখাচ্ছে, শেষ কয়েক সপ্তাহে আপনি প্রচুর সুরা আনিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
যদি এভাবেই মদ কিনতে থাকেন তবে ওই অ্যাপে মদের অর্ডার দেওয়ার ব্যবস্থা বন্ধ করে দেওয়া হবে।” প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০১৮ সাল থেকে ওই সংস্থা অস্ট্রেলিয়ার মেলবোর্নে মদ সরবরাহ করতে শুরু করেছে। কিন্তু ওই সংস্থার একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাথে চুক্তি করা রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
সেই সংস্থার পরামর্শের কথা উল্লেখ করে ওই গ্রাহককে জানানো হয় যে, “বিশেষজ্ঞদের মতে, প্রতি সপ্তাহে নির্দিষ্ট পরিমাণে দশ বারের বেশী মদ্যপান করা উচিত নয়।” সুরা কেনা গেলেও তা যাতে লাগাম ছাড়া না হয়, তা নিশ্চিত করতে চলতি বছরের আগস্ট মাস থেকেই এই ব্যবস্থা চালু করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here