নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ গোপন সূত্রের ভিত্তিতে কোচবিহার পুলিশের ক্রাইম ব্রাঞ্চ কোচবিহারের দুই নম্বর ব্লকের চকচকা এলাকায় অভিযান চালিয়ে ৪০০ কেজি গাঁজা ভর্তি একটি লরি সহ এক জনকে করেছেন। এই উদ্ধার হওয়া গাঁজার মূল্য ৪০ লক্ষ টাকার বেশী।

পুলিশ সূত্রে খবর, ওই লরিটি ত্রিপুরা থেকে বিহারের পাটনার দিকে যাচ্ছিল। পুলিশ মাদক পাচারের খবর পেয়ে সময় মতো শহরে প্রবেশের ঠিক আগে লরিটিকে আটক করেন। ডেপুটি ম্যাজিস্ট্রেট খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান। এরপর লরির ডালার নীচে স্তরে স্তরে লুকিয়ে রাখা মাদকের প্যাকেট উদ্ধার করা হয়।
এই অভিযানে মোট চল্লিশ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। যার মোট ওজন চারশো কেজি। আর লরির চালক রঞ্জিত কুমারকে গ্রেফতার করা হয়। রঞ্জিত বিহারের এক বাসিন্দা।
Sponsored Ads
Display Your Ads Here