নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দীর্ঘ দিন পর চীনের সাংহাইতে করোনা পরিস্থিতির বাড় বাড়ন্তের মধ্যেই হংকংয়েও করোনা পরিস্থিতি নিয়ে কড়া বিধিনিষেধ শুরু হয়েছে। ফলে ভারতের বিমান পরিবহণ সংস্থা এয়ার ইন্ডিয়া আপাতত হংকংয়ে যাওয়া ও হংকং থেকে দেশে ফেরার সমস্ত উড়ান বাতিল করে দিল।
বিমান সংস্থাটি জানিয়েছে, হংকংয়ের করোনা সংক্রান্ত বিধিনিষেধের কড়াকড়ির কথা মাথায় রেখে এই মুহূর্তে ভারত থেকে হংকংয়ে যাওয়ার তেমন চাহিদা না থাকায় আপাতত ১৯ শে এপ্রিল এবং ২৩ শে এপ্রিলের হংকংয়ে আসা-যাওয়ার সমস্ত উড়ান বাতিল করা হয়েছে।
আর হংকংয়ের নতুন বিধিনিষেধ অনুযায়ী ৪৮ ঘণ্টা আগের করোনার রিপোর্ট নেগেটিভ থাকলে তবেই ভারত থেকে যাত্রীরা হংকংয়ে যেতে পারবেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে জানুয়ারী মাসে দু’ সপ্তাহের জন্য হংকং সরকার ফ্রান্স, কানাডা, ব্রিটেন, ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা, পাকিস্তান সহ ফিলিপাইন্সের উড়ানের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল।