Indian Prime Time
True News only ....

গবেষণায় পূর্ব ভারতে সেরার স্বীকৃতি পেল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল

চয়ন রায়ঃ কলকাতাঃ ফের রাজ্যের সেরা চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান হিসেবে কলকাতা মেডিকেল কলেজ সেরার তকমা পেল। কেন্দ্রীয় সংস্থা ICMR (ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ) এর তরফে সেরার স্বীকৃতি লাভ করেছে। এরপরের স্থান পিজি হাসপাতাল বা এসএসকেএম হাসপাতাল। পাঁচ জন এমবিবিএস পাঠরত ছাত্রকে গবেষণার জন্য পঞ্চাশ লক্ষ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়েছে। আর দশ মূল্যমানের মধ্যে মেডিকেল কলেজ চার নম্বর পায়।

আইসিএমআর দেশের মধ্যে আশিটি মেডিকেল কলেজকে সাহায্য করে থাকে। গত ২০ শে মার্চ ও ২১ শে মার্চ এই মেডিকেল কলেজগুলিকে নিয়ে দিল্লিতে মিটিং ছিল। সেখানেই এই সিদ্ধান্ত হয়। আইসিএমআর পাঁচটি বিষয়ের উপর ভিত্তি করে এই মূল্যায়ন করে। যেগুলি হলো কতগুলি গবেষণা চলছে? কতগুলি গবেষণা সম্পূর্ণ হয়েছে? কতগুলি গবেষণা জার্নালে প্রকাশিত?  কতগুলি বিষয়ে পেটেন্ট মিলেছে বা নতুন প্রজেক্ট তৈরী হয়েছে? সহ কেন্দ্রের পাঠানো ১.২৫ কোটি টাকা অনুদানের ন্যূনতম ৭০% ব্যবহার হয়েছে কিনা? এর উপর ভিত্তিতে কলকাতা মেডিকেল কলেজ সেরার সম্মান পায়।

Get real time updates directly on you device, subscribe now.