চয়ন রায়ঃ কলকাতাঃ কলকাতার রবীন্দ্র সরোবরের কাছে একটি ক্যাফের মধ্যে থেকে রোহিত নামের এক কর্মীর মৃতদেহ শৌচাগার থেকে উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরী হয়েছে।
জানা গেছে, গতকাল ২৪ বছর বয়সী কসবার ব্যানার্জিপাড়া এলাকার বাসিন্দা রোহিতের দীর্ঘক্ষণ খোঁজ না পেয়ে তার সহকর্মীরা খোঁজাখুঁজি শুরু করলে ক্যাফের শৌচাগার থেকে রোহিতের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। এরপর দ্রুত ঢাকুরিয়ার একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Sponsored Ads
Display Your Ads Here
রোহিতের পরিবারের তরফে দাবী করা হয়েছে যে, “লকডাউনের আগে রোহিত ও তার এক সঙ্গী একটি ক্যাফে খুলেছিলেন। কিন্তু লকডাউনে বন্ধ হয়ে যাওয়ায় রবীন্দ্র সরোবরের ওই ক্যাফেতে কাজে যোগ দেন। তবে করোনা পরিস্থিতির জেরে এই ক্যাফেতেও বেতন কমিয়ে দেওয়া হয়েছিল। তা নিয়ে ছেলে কিছুটা চিন্তায় ছিল।
Sponsored Ads
Display Your Ads Here
এদিন ছেলের কয়েকজন সহকর্মীর থেকে শুনেছি কোনো একটা ফোন এসেছিল। আর ফোনটি আসার পর থেকেই কেমন অশান্ত হয়ে পড়ে। তারপরে কি হয়েছে জানি না”।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে শৌচাগার থেকে একটি ছুরিও উদ্ধার করে। ওই কর্মী আত্মঘাতী হয়েছেন না এই ঘটনার পিছনে অন্য কোনো রহস্য আছে তা নিয়ে রবীন্দ্র সরোবর থানার পুলিশের পাশাপাশি লালবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
লালবাজারের এক কর্তা জানিয়েছেন, ”বিষয়টি নিয়ে ক্যাফের মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যদিও ফোন ধরেননি”।