অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ খাস কলকাতার যাদবপুর সংলগ্ন বিজয়গড় এলাকায় ক্যাব চালককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠলো। লালকার মাঠে পার্কিং নিয়ে বচসার জেরে ওই ক্যাব চালককে প্রবল মারধর করা হয় বলে অভিযোগ। শুক্রবার রাতে হাসপাতালে মৃত্যু হয় সেই যুবকের। ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করছে পুলিশ।
এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, জয়ন্ত সেন নামে বছর ৩৬-এর ওই যুবক ক্যাব চালাতেন। বিজয়গড়েই থাকতেন তিনি। রাতে ফিরে বাড়ি ঢোকার আগে গাড়িটি রাখতেন লালকার মাঠের কাছে। গত বুধবারও প্রতিদিনের মতো সেখানেই গাড়িটি রেখেছিলেন। ওইদিন রাতেই তাঁকে বেধড়র মারধর করা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, একটি স্কুটি পড়ে গিয়েছিল তাঁর গাড়ির কাছেই। যাঁদের স্কুটি তাঁরা ওই ক্যাব চালকের গাড়িটির নম্বর অ্যাপের মাধ্যমে স্ক্যান করে দেখে। এরপর চালকের ফোন নম্বর বের করে তাঁকে বাড়ি থেকে ডেকে আনে বলে অভিযোগ। এলাকাবাসীর দাবি, রাত ১২টার পর ওই ঘটনা ঘটে।

- Sponsored -
মারধরে আহত হওয়ায় বুধবার রাতেই জয়ন্ত রায়কে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সেখানেই মৃত্যু হয় তাঁর। বছর চারেক আগে বিয়ে হয় জয়ন্তর। তাঁর এক দেড় বছরের সন্তান রয়েছে। তাঁর পরিবারের দাবি, অভিযুক্তরা মদ্যপ অবস্থায় ছিল। অভিযোগ, মুখে কাপড় বেঁধে মারধর করা হয় যাতে চিৎকার না করতে পারেন ওই যুবক। জয়ন্ত প্রথমে ক্ষতিপূরণ দিতে রাজি হন, তা সত্ত্বেও তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয় মানুষজন তাঁকে বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন।
অনিচ্ছাকৃত খুনের অভিযোগে মামলা রুজু হয়েছে পাঁচ জনের বিরুদ্ধে। তবে এখনও পর্যন্ত যাদবপুর থানার পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। ৯৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বসুন্ধরা গোস্বামীও পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট। তিনি বলেন, “পুলিশ বারবার আশ্বাস দিচ্ছে, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।”