নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ আবার মালদায় শুট আউটের ঘটনা ঘটলো। এবার মালদার গাজোলের কর্তিপাড়া এলাকায় দুষ্কৃতীরা এক ব্যবসায়ীকে লক্ষ্য করে পর পর পাঁচ রাউন্ড গুলি চালালো। আর গুলি চালিয়ে তিন লক্ষ টাকা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগও উঠলো। আহত ব্যবসায়ীর নাম মনোজিৎ মণ্ডল। বয়স আনুমানিক ৪৫ বছর। পেশায় একজন সবজি ব্যবসায়ী। বাড়ি বুনিয়াদপুরের স্টেশন সংলগ্ন এলাকায়। পরিবারে স্ত্রী ও এক মেয়ে আছে।
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মনোজিৎবাবু নিজের চারচাকা গাড়ি করে গাজোল থেকে কাঁচামালের টাকা সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন। ফেরার সময় কর্তিপাড়ায় এলাকায় চার জন দুষ্কৃতী মোটরবাইকে করে এসে আচমকা তাকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালিয়ে তার কাছে থাকা তিন লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। এর জেরে মনোজিৎবাবুর গলায় এবং পিঠে গুলি লাগে।
এরপর গুলির আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে এসে মনোজিৎবাবুকে আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাতেরবেলাই মনোজিৎবাবুর শরীর থেকে একটি গুলি বের করা হলেও এখনো একটি গুলি শরীরে রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। আজ ওই গুলি অস্ত্রোপচার করে বের করা হবে। কিন্তু এখনো অবধি পুলিশ এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেননি। তবে তদন্ত চলছে।
Sponsored Ads
Display Your Ads Here