মিনাক্ষী দাসঃ কলকাতাঃ আজ সাংবাদিক বৈঠকের মাধ্যমে বেসরকারী বাস মালিকদের সংগঠন জানিয়েছেন, বাসের ভাড়া বৃদ্ধির দাবীতে তারা এবার আগামী সপ্তাহে ২৮ শে জানুয়ারী থেকে ৩০ শে জানুয়ারী পর্যন্ত সারা রাজ্যজুড়ে বাস ধর্মঘটের ডাক দিয়েছে।
এছাড়া তারা জানিয়েছেন, লকডাউনের জেরে যাত্রী সংখ্যা কমে যাওয়ায় তাদের অনেক লোকসান হয়েছে। এরমধ্যে ডিজেলের ভাড়া প্রচুর পরিমাণে বৃদ্ধির কারণে তাদের ব্যবসায় চরম ক্ষতি হয়েছে। রাজ্যসরকারের কাছে ভাড়া বৃদ্ধির আবেদন করেও কোনো লাভ হয়নি। তাই বাধ্য হয়ে তারা এই ধর্মঘটের ডাক দিয়েছেন।
রাজ্য সরকার ভাড়া বৃদ্ধির বিষয়ে কোনো ইতিবাচক সিদ্ধান্ত না নিলে তারা অনির্দিষ্টকালের জন্য বৃহওর আন্দোলনের হুঁশিয়ারী দিয়েছেন। এমনকি আগামী দু’সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকারকে ডিজেলের দামে জিএসটি বসাতে হবে।
তবে বেসরকারী বাস মালিক সংগঠনের এই ঘোষণায় চরম অসুবিধায় পড়েছে নিত্যযাত্রীগণ। তাই টানা তিনদিন বাস-মিনিবাস পুরোপুরি বন্ধ থাকার ফলে নিত্যযাত্রীদের যথেষ্ট হয়রানির মধ্যে পড়তে হবে।