স্কুল চত্বরে শূন্যে উড়ছে গুলি, মানিকচকে দেখা গেল এমনই ছবি

Share

নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদা জুড়ে চলছে এক অরাজকতার রাজ। অশান্তি যেন পিছু হঠছে না। দুলাল সরকার খুন হওয়ার পর একমাসও কাটেনি এরমধ্যে পুলিশ গুলিতে আক্রান্ত হয়েছে। বাংলার জেলায় জেলায় এতো আগ্নেয়াস্ত্র পৌঁছাচ্ছে কিভাবে, তা নিয়ে প্রশ্নও উঠেছে। কিন্তু এরই মাঝে মালদার মানিকচকের নুরপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে একাধিক ব্যক্তির হাতে বন্দুক দেখা যায়। যারা উপর দিকে তাক করে গুলি চালাচ্ছে। এই ঘটনায় নিরাপত্তা নিয়ে বড়ো প্রশ্ন সামনে আসছে।

জানা গেছে, মানিকচকে শূন্যে একাধিক গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের সূচনা অনুষ্ঠান হয়েছে। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নুরপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, ক্লাবের ছেলেরাই ওইভাবে শূন্যে গুলি চালিয়েছে। মাঠে তখন উপস্থিত ছিলেন বহু মানুষ। তার মধ্যে এভাবে গুলি চালানোয় ঘটে যেতে পারত বড়সড় বিপদ। শুধু তাই নয়, প্রশ্ন উঠেছে, এতগুলি আগ্নেয়াস্ত্র ক্লাবের ছেলেদের হাতে উঠলই বা কী করে! বন্দুক কি এতটাই সহজলভ্য?


নুরপুর টিপটপ ক্লাব অ্যান্ড লাইব্রেরি কর্তৃপক্ষের উদ্যোগে বৃহস্পতিবার একটি ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। নুরপুর উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গনে সেই অনুষ্ঠান হয়। সাধারণ মানুষ ছাড়াও শাসক দলের নেতারাও উপস্থিত ছিলেন সেখানে। গোটা ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে ক্লাব কর্তৃপক্ষ। বিষয়টি প্রশাসনের নজরে আসতেই আগ্নেয়াস্ত্রগুলি হেফাজতে নিয়েছে মানিকচক থানার পুলিশ।

দাবি করা হচ্ছে যে যারা গুলি চালিয়েছে, তাদের কাছে লাইসেন্স ছিল। তবে প্রশ্ন হল লাইসেন্স থাকলেই যেখানে সেখানে গুলি চালানো যায়? পুলিশের কি এই গুলি চালানোর ক্ষেত্রে অনুমতি ছিল? তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানিয়েছেন, পুলিশ পুরো বিষয়টা দেখছে। পুলিশকর্তারা ঘটনাস্থল ঘুরে দেখেছেন। মালদহকে অপরাধ মুক্ত করা হবে।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031