নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ একদিকে যখন জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হানায় ২৮ জন পর্যটকের মৃত্যু হয়েছে, ঠিক তখনই গতকাল পশ্চিমবঙ্গের মালদায় অস্ত্র চোরাচালানের চেষ্টা সফলভাবে ব্যর্থ হলো। আর বড়ো সাফল্য হলো বাংলার বিএসএফের।
বিএসএফ সূত্রের খবর, এদিন নওয়াদার জওয়ানরা ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে বিএসএফের ১১৯ ব্যাটালিয়নের বর্ডার আউটপোস্টে দু’জন ব্যক্তিকে দেখতে পান। এরপরই জওয়ানরা অ্যালার্ট হয়ে যান। আর পাচারকারীরা আতঙ্কিত হয়ে ভারতীয় ভূখণ্ডের দিকে দৌড়াতে শুরু করেন। এদিকে জওয়ানরাও দ্রুত পাচারকারীদের ধাওয়া করেন। কিন্তু দৃশ্যমানতা কম থাকার সুযোগে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। তারপর এলাকায় চিরুনি তল্লাশি চালানো হয়। শেষমেশ সীমান্ত পেরিয়ে অস্ত্র চোরাচালানের চেষ্টা সফলভাবে ব্যর্থ করলেন।
পরবর্তীতে ঘটনাস্থল থেকে একটি ব্যাগ পাওয়া যায়। সেটি থেকে তিনটি পিস্তল, ছ’টি ম্যাগাজিন ও তেরো রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, চোরাকারবারীরা ওই অস্ত্রগুলি ভারত থেকে বাংলাদেশে বেআইনীভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্তা এই প্রসঙ্গে জানিয়েছেন, “বিএসএফ জওয়ানদের এই সাফল্য নিঃসন্দেহে প্রশংসনীয়।”