নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দক্ষিণ পশ্চিম দিল্লির নাজফগড়ে বন্ধুর ছোঁড়া গুলিতে আহত হলেন বিএসএফের সন্দীপ কুমার নামে এক জন সাব ইনস্পেক্টর। সন্দীপবাবু নাজফগড়ের গোপালনগরের বাসিন্দা। সে ঝাড়খণ্ডে কর্মরত ছিলেন।
সূত্র মারফত জানা গেছে, গতকাল রাতেরবেলা সন্দীপ শ্যালক অঙ্কুশ, ভাগ্নে রবি ও সহবাগ নামে এক বন্ধুর সঙ্গে গাড়িতে করে বেরিয়েছিলেন। দ্বারকা এলাকায় গাড়িতে করে ঘোরাফেরা করার সময় সহবাগ নিজের কাছে থাকা গুলিভর্তি পিস্তল দিয়ে মত্ত অবস্থায় আচমকা গুলি চালান। আর সন্দীপের সেই গুলি লাগে।
এরপর দ্রুত তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে গুলি চালানোর খবর পেয়ে পুলিশ সন্দীপকে গুলি চালানোর অভিযোগে সহবাগকে গ্রেফতার করে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় মামলা রুজু করেছেন।