নিজস্ব সংবাদদাতাঃ তেলেঙ্গানাঃ দিল্লির আবগারি দুর্নীতি মামলার সাথে সম্পর্কযুক্ত একটি আর্থিক তছরুপের অভিযোগে এবার তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা তথা ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) নেত্রী কে কবিতাকে সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) তিহাড় জেলের ভিতর থেকে গ্রেফতার করলো। এর আগে জেলের ভিতরেই জিজ্ঞাসাবাদ চালানো হয়েছিল। বর্তমানে তিহাড়ে জেল হেফাজতে রয়েছেন।
গত ১৫ ই মার্চ দুপুরে ইডি এই মামলায় কে কবিতার হায়দ্রাবাদের বাড়িতে হানা দিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালানো হয়। এরপর বিকেলবেলা তাঁকে বাড়ি থেকেই গ্রেফতার করে দিল্লি নিয়ে যাওয়া হয়। কিন্তু কে কবিতা ইডির গ্রেফতারী বেআইনী বলে দাবী করে এই গ্রেফতারীকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছিলেন। তবে সুপ্রিম কোর্ট ওই আবেদনে সাড়া দেয়নি। এরপর নিম্ন আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন। সেখানে যুক্তি দেওয়া হয়েছিল যে, ষোলো বছরের পুত্র পরীক্ষা দেবে। এই সময়ে তার মায়ের সাহায্য প্রয়োজন।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতও অন্তর্বর্তী জামিনের আর্জি খারিজ করে দিয়ে গত মঙ্গলবার চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। তবে এর মাঝেই আবার কে কবিতাকে গ্রেফতার করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here