অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ এবার সম্পত্তি নিয়ে বিবাদের জেরে জেঠতুতো দাদার হাতে খুন হতে হলো খোদ কলকাতার ইকো পার্ক থানা এলাকার নিউটাউনের সুলংগুড়ি এলাকার বাসিন্দা ২৪ বছর বয়সী সাধন ঘোষকে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই সম্পত্তি নিয়ে সাধন ও জেঠতুতো দাদা মঙ্গলের মধ্যে অশান্তি শুরু হয়। আজ সকালে বাড়ির পাশের আটির মাঠ এলাকায় তাদের মধ্যে কথাকাটি শুরু হয়। এরপর বিবাদ থেকে হঠাৎই ধারালো অস্ত্র দিয়ে মঙ্গল তার ভাই সাধনকে কোপাতে থাকে। তারপরই ঘটনাস্থলেই মঙ্গল রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে।
এরপর ইকো পার্ক থানায় খবর পাঠানো হয়। আর তৎক্ষণাৎ ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
Sponsored Ads
Display Your Ads Hereইতিমধ্যেই অভিযুক্ত মঙ্গল আত্মসমর্পণ করে সমস্ত অভিযোগ স্বীকার করে নিয়েছে। তবে ঘটনার পুরো সত্যতা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এছাড়া এই ঘটনায় অভিযুক্ত সহ স্থানীয় এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দীর্ঘদিনের বিষয়-সম্পত্তির অশান্তি যে মৃত্যুতে পরিণত হবে তা কারোর কল্পনাতেও ছিল না। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তার সমগ্র পরিবারে।
Sponsored Ads
Display Your Ads Here