চয়ন রায়ঃ কলকাতাঃ বেলেঘাটার কালিমুদ্দিন সরকার লেনে একটি ফ্ল্যাট বিক্রি নিয়ে দুই ভাইয়ের বচসার জেরে বচসার সময় ভাইকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃত হলো ২৭ বছর বয়সী রোহন মণ্ডল। আর অভিযুক্ত হলো অভিজিৎ মণ্ডল।
ভাই রোহন মণ্ডলের বেলেঘাটার একটি আবাসনের তিনতলায় একটি ফ্ল্যাট রয়েছে। আর ফ্ল্যাটটি দাদা অভিজিৎ মণ্ডলকে বিক্রি করবে বলে কথা দিয়েছিলে। কিন্তু পরে রোহন এক দালালকে ফ্ল্যাটটি বিক্রি করার সিদ্ধান্ত নিতেই অভিজিৎয়ের সাথে বচসা শুরু হয়। বচসা চলাকালীন ভাই অভিজিৎকে গালিগালাজ করতেই সে ছুরি দিয়ে রোহনকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করে। এরপর রক্তমাখা ছুরিটি কিছুটা দূরে একটি ম্যানহোলে ফেলে দেয়।
এলাকাবাসীদের মারফত বেলেঘাটা থানার পুলিশ খবর পেয়ে দ্রুত এলাকায় আসে। আর লালবাজার হোমিসাইড শাখার অফিসাররাও ঘটনাস্থলে এসে মৃতদেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। আর অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেন। তারপর পুলিশ অভিজিৎকে ডেকে জিজ্ঞাসাবাদ করতেই প্রথমে রোহন আত্মহত্যা করেছে বললেও পরে নিজে খুন করেছে বলে অপরাধ স্বীকার করে। এরপরই অভিজিৎকে গ্রেফতার করা হয়। আগামীকাল সোমবার অভিযুক্ত অভিজিৎকে শিয়ালদহ আদালতে তোলা হবে। পাশাপাশি খুনে ব্যবহৃত ছুরিটি পুলিশ ম্যানহোল থেকে উদ্ধার করেছেন।